^^স্বাগতনামা^^

▒████████▒ ▒▒▒▒▒ >শুস্বাগতম< ▒▒▒▒▒ ▒████████▒

আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অভিনন্দন আপনাকে.....


“বড় বেশি বিষণ্নতায় ছেঁয়ে যাওয়া দিনগুলো আমার ভালো লাগে না
ভালো লাগে না একাকী নিজের সঙ্গে আঁলাপন...

জীবনের এমন নৈঃশব্দ্যে আমি হারাতে চাই না আমাকে.....
তাইতো জীবনকে একটু গতিময় করতেই আমার এই আয়োজন।”

...................................................................................................................................................................................... . . . . . .

সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

:::: কষ্টের ফেরিওয়ালা ::::


এই কেউ কষ্ট নেবে কষ্ট?
পরাজয় আর না পাওয়ার কষ্ট?
আমাকে ঘিরে আষ্টে পৃষ্টে জড়িয়ে থাকা
নাম না জানা গাঢ় নীল হাজারো কষ্ট?

আজকাল হঠাৎ করেই কোথেকে যেন ধীরে ধীরে
গ্রামের বটতলায় জড়ো হওয়া হাটুরেদের মতো
অচেনা কারা যেন ভিড় জমায়
আমার আধো সুখ আর আধো দুখের হাটে..

ওরা আমার সুখের খরিদদার..
ঘুরে ঘুরে সওদা করে আমারই হাটে..
আঁটি বেধে নিয়ে যায় আমার সুখগুলো..

শুধু জমে থাকে ঝুড়ি ভর্তি গাঢ় নীল কষ্টগুলো..

ওসব যে শুধু আমরই পাওনা..
তাই আমার জন্যই রেখে যায় সবাই..

তারপরও আমি পশরা সাজিয়ে
বয়ে বেড়াই ওসব পথে প্রান্তরে..

অচেনা কোন খরিদদারের অপেক্ষায় পথ চলি..
কেউ যেন আমার কষ্টগুলো খরিদ করে..
বিনিময়ে একটুকরো সুখ ছুড়ে দেয়
আমারই জীর্ন রিক্ত হাতে..

কষ্টের ঝুড়ি বয়ে বেড়ানো
আমি যে এক অভাগা ফেরিওয়ালা...


বিঃদ্রঃ কবি হেলাল হাফিজের একটি কবিতার সাথে এই কবিতার আংশিক মিলে যাওয়ায় আমি আন্তরিক ভাবে কিংকর্তব্যবিমূর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন