^^স্বাগতনামা^^

▒████████▒ ▒▒▒▒▒ >শুস্বাগতম< ▒▒▒▒▒ ▒████████▒

আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অভিনন্দন আপনাকে.....


“বড় বেশি বিষণ্নতায় ছেঁয়ে যাওয়া দিনগুলো আমার ভালো লাগে না
ভালো লাগে না একাকী নিজের সঙ্গে আঁলাপন...

জীবনের এমন নৈঃশব্দ্যে আমি হারাতে চাই না আমাকে.....
তাইতো জীবনকে একটু গতিময় করতেই আমার এই আয়োজন।”

...................................................................................................................................................................................... . . . . . .

সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

অতঃপর!!!!!!!!!!!!!!!!!


বহমান যাপিত জীবনের
নিঃসৃত যত কথ-কথা,
সবই নিংরে ফেলেছি..

ধুয়ে মুছে ছাপ করে ফেলেছি
আমার ভেতর, বাহির
সাথে আমার আমিত্বকেও..

শেকড় সহ উপড়ে ফেলেছি
জীবনময় বিস্তৃত সুখ দুঃখ
আর স্মৃতি নামক বৃক্ষটাকেও..

ত্রাহি ত্রাহি করে গড়ে তোলা
কৃতকর্মের মাইলফলকটাকেও
গুড়িয়ে দিয়েছি দীর্ঘশ্বাসের আঘাতে..

নিজের ভেতর লালন করা
সাধ, আশা ভালোবাসা
ঝেটিয়ে বিদায় করে দিয়েছি..

আত্ম বিশ্বাসের দৃঢ় প্রত্যয়
আর ঘোর লাগা স্বপ্নগুলোকেও
এক নিমিশে ভষ্ম করে ফেলেছি..

সময়ের রাফখাতায় অসম্পন্ন সব
সমীকরন মেলানোর আগেই
হিসেবের পাঠ চুকিয়ে ফেলেছি..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন