আমি
কবি
নই,
নেই কবিতার সাথে ভাব।
তাই কাব্যের মালা গাঁথতে জানিনা,
পারিনা কাব্যের পসড়া সাজিয়ে বসতে।
নেই কবিতার সাথে ভাব।
তাই কাব্যের মালা গাঁথতে জানিনা,
পারিনা কাব্যের পসড়া সাজিয়ে বসতে।
আমি
কবিতা
বুঝি
না,
কবিকেও না;
শুধু বুঝি কবিতা কোনো কবির
হৃদ স্পন্দন, প্রাণের আকুতি।
খরকুটার সাথে খরকুটা জুড়ে গড়া
বাবুই পাখির বাসার মতো
যারা কথার সাথে কথা জুড়ে
নিবির ভাবে গড়ে তোলে নিপুণ, দক্ষ সৃষ্টি-
তারাই হয়তো কবি।
কবিকেও না;
শুধু বুঝি কবিতা কোনো কবির
হৃদ স্পন্দন, প্রাণের আকুতি।
খরকুটার সাথে খরকুটা জুড়ে গড়া
বাবুই পাখির বাসার মতো
যারা কথার সাথে কথা জুড়ে
নিবির ভাবে গড়ে তোলে নিপুণ, দক্ষ সৃষ্টি-
তারাই হয়তো কবি।
আর কবিতা?
হয়তো সেই পরিশ্রমী বাবুইর তৈরি বাসার মতো;
বাতাসের উন্মাদনা কিংবা প্রবল ঝড়ের তান্ডবেও
যা অক্ষয় থাকে নিরন্তর।
সমাজের প্রবাহিত স্রোতের বিপরীতে
অন্যায় আর অসংগতির প্রতিবাদে
কিংবা স্রেফ ভালবাসার নিদর্শন হয়ে
কবির নিরব চোখের আবেগ আর প্রত্যয় নিয়ে
সৃষ্টি হয় কবিতা, টিকে থাকে কালান্তরে কবিতা হয়েই
কবিতা!
কখনোবা ঝরে পড়ে শুকনো পাতার মতো;
অবহেলায় কারো
পদদলিত
হয়ে
আর্তনাদ করে ওঠে আপন স্বরে।
এ আর্তনাদ আসলে কবিতার নয়, কবির।
আমার আনাঁড়ি হাতের লেখনি
কবিতা হয়ে উঠতে পারে কিনা জানিনা,
কিন্তু আমি কবিতা ভালবাসি;
ভালবাসি কবিকেও...
আর্তনাদ করে ওঠে আপন স্বরে।
এ আর্তনাদ আসলে কবিতার নয়, কবির।
আমার আনাঁড়ি হাতের লেখনি
কবিতা হয়ে উঠতে পারে কিনা জানিনা,
কিন্তু আমি কবিতা ভালবাসি;
ভালবাসি কবিকেও...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন