আমি মাইদুল ইসলাম রাশেদ। জীবনের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে প্রস্ফুটিত করার প্রত্যয়ে আমার অবিরত ছুটে চলা। EEE তে পড়াশুনার ব্যস্ততাসহ কোন কর্ম ব্যস্ততাই আমার বই পড়ার নেশা একটুও কমাতে পারেনি, সাথে সাথে টুকটাক লেখালেখিকেও। তারই প্রমাণ পাওয়া যায় বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় ছাপা হওয়া আমার লেখাগুলো দেখেই। যদিও সবসময় সিরিয়াস টাইপের লেখা লিখতে অভ্যস্ত আমি। লেখালেখির মূল ধারায় আমার আনুষ্ঠানিক অভিষেক রম্যগল্প সংকলন “অপারেশন পিওর হাসি” বই এর মাধ্যমে। দ্বীপ জেলা ভোলায় জন্ম নেওয়া এই অধমের সবচেয়ে বেশি আগ্রহ মানুষের জীবন আর তাদের বৈচিত্রময় মন সম্পর্কে। ব্যাথিত হই সমাজের বিভিন্ন অসঙ্গতি আর মানুষে মানুষে এত ভেদাভেদ দেখে। যদিও নিজেকে সবার মতোই একজন ভাবতেই পছন্দ করি, তবুও অহর্নিশ ভাবছি- একদিন নিশ্চই মানুষের মতো মানুষ হবো.....
▒▒▓████████████████████████████▓▓
║▌│█│║▌║││█║▌║▌║║▌শিশিরস্নাত রোদ্দুরে R♥S
▒▒▓████████████████████████████▓▓
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন