^^স্বাগতনামা^^

▒████████▒ ▒▒▒▒▒ >শুস্বাগতম< ▒▒▒▒▒ ▒████████▒

আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অভিনন্দন আপনাকে.....


“বড় বেশি বিষণ্নতায় ছেঁয়ে যাওয়া দিনগুলো আমার ভালো লাগে না
ভালো লাগে না একাকী নিজের সঙ্গে আঁলাপন...

জীবনের এমন নৈঃশব্দ্যে আমি হারাতে চাই না আমাকে.....
তাইতো জীবনকে একটু গতিময় করতেই আমার এই আয়োজন।”

...................................................................................................................................................................................... . . . . . .

সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

::: রাত্রী কথন :::

মধ্যরাত,
নীরব নিথর চারিদিক..
মনে হয় আর সবার সাথে সাথে
প্রকৃতিও ঘুমিয়ে গেছে আজ..

আচ্ছা, প্রকৃতি কি সত্যি সত্যিই ঘুমায়?
হয়তোবা কখনো কখনো..

যখন গাছপালার ফাঁক গলে
ছুটে চলা ফিনফিনে বাতাসরাও
ছুটতে ভুলে যায়..
পাতাদেরও যখন নড়তে মানা..
রাত ঠিক তেমনই একটি রাত,
সুনসান আর বড় বেশি নিস্তব্ধ..
 


আমার মনে হয় কেউ একজন
প্রকৃতির গলা চেপে ধরেছে..
কিংবা কোনো বিষণ্ণতায়
এমনি এমনি চুপ হয়ে আছে..

তা না হলে এমনটা হবে কেন!

আর সব রাতের মতো রাস্তায় জ্বলতে থাকা
নিয়নের লাইটগুলোও আজ জ্বলছে না..
দূরে কোথাও হাক ছেড়ে অস্তিত্ব জানান দিতে
ডেকে উঠছে না কোন কুকুর কিংবা শেয়াল..
চাদঁটাও যেনো আলো দিতে দিতে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে..
ভয়াবহ ভাবে জেকে বসেছে আধাঁর,
সুঁইয়ের কাটার মতো বিঁধছে শরীরে..

রাত বয়ে যাচ্ছে একা,
নি:সঙ্গ নদীর স্রোতের মতো,
নীরব কিছু বীভৎসতার সাক্ষী হয়ে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন