একটু
আগে
আমার
ভেতরটা
নড়ে
উঠলো;
সাঁই করে ভেতর দিয়ে বয়ে গেলো হিমেল অনল স্রোত;
ঠিক যেন নলখাগড়ার ভেতর দিয়ে দৌড়ে গেলো কিছু একটা..
আর বাহিরটা দাড়িয়ে আছে সেই আগের যায়গায়ই।
ফুল স্টপের মতো স্টপ হয়ে গেছি আমি জীবন্ত শব হয়ে
হাতরে বেড়াচ্ছি আমার আমির ভেতরে
কিন্তু নাহ্, কিছু নেই। ভেতরটা শুন্য আর ফাঁপা..
কী ছিল ওখানে! কিইবা নেই!
সাঁই করে ভেতর দিয়ে বয়ে গেলো হিমেল অনল স্রোত;
ঠিক যেন নলখাগড়ার ভেতর দিয়ে দৌড়ে গেলো কিছু একটা..
আর বাহিরটা দাড়িয়ে আছে সেই আগের যায়গায়ই।
ফুল স্টপের মতো স্টপ হয়ে গেছি আমি জীবন্ত শব হয়ে
হাতরে বেড়াচ্ছি আমার আমির ভেতরে
কিন্তু নাহ্, কিছু নেই। ভেতরটা শুন্য আর ফাঁপা..
কী ছিল ওখানে! কিইবা নেই!
হ্যাঁ, বুঝতে পেরেছি। ঐ তো শকুনিটা..
একটু আগে যে আমার ভেতরে ঢুকে
হৃদয়টাকে ছোঁ মেরে নিয়ে সোজা বেড়িয়ে গেলো
ছিড়ে খুবলে ফালি ফালি করে খাবে বলে।
আজ থেকে কি তাহলে আমাকে
হৃদয়হীন ফাঁপা কায়া নিয়েই
ঘুরে বেড়াতে হবে এ গলি ও গলি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন