ট্রেনের
জানালায়
শেষ বিকেলের রোদ্দুরে ভেঁজা এলোমেলো চুল,
বাতাসের ঝাপটায় তারই কিছু আছড়ে পড়ছে
ঘুমন্ত মানবীর নিষ্পাপ মায়াবী তটে..
জানালার বাইরে ছুটন্ত ধানক্ষেত,
সারিসারি বৃক্ষরাও থেমে নেই..
ট্রেনের মৃদু ঝাঁকুনি আর একঘেয়ে কিছু শব্দ,
আলো-আধাঁরির মিশেলে থমথমে কামরা।
দেখতে দেখতে কেমন যেনো নেশা ধরে আসছে..
বিচিত্র এই আয়োজনের দর্শক হয়ে
আমি ও অবচেতন মানবী...
শেষ বিকেলের রোদ্দুরে ভেঁজা এলোমেলো চুল,
বাতাসের ঝাপটায় তারই কিছু আছড়ে পড়ছে
ঘুমন্ত মানবীর নিষ্পাপ মায়াবী তটে..
জানালার বাইরে ছুটন্ত ধানক্ষেত,
সারিসারি বৃক্ষরাও থেমে নেই..
ট্রেনের মৃদু ঝাঁকুনি আর একঘেয়ে কিছু শব্দ,
আলো-আধাঁরির মিশেলে থমথমে কামরা।
দেখতে দেখতে কেমন যেনো নেশা ধরে আসছে..
বিচিত্র এই আয়োজনের দর্শক হয়ে
আমি ও অবচেতন মানবী...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন