গ্রীষ্মের প্রখর রোদ্রের মাঝে
কালবৈশাখীর হঠাৎ বৃষ্টি।
তুমি পাগলের মতো নেমে পড়লে,
কিন্তু তোমার আজ বৃষ্টিস্নান হলো না।
তোমাকে আধভেঁজা করেই বৃষ্টি পালালো,
তুমি ছুটলে হিজল বনের পথে..
হিজল বনে তখনো বর্ষা আসেনি
তবুও শূন্য মঞ্জরি নিয়ে হিজল ফুটলো।
তোমাকে বরন করে নিতে..
আফোটা হিজল কলিরা এখনো অক্ষত,
আসন্ন বর্ষার ঝরঝর ধারায়
তোমায় নিয়ে সিক্ত হবে বলে..
শীর্ণ বেণির মতো দুলছে মঞ্জরি
তোমার খোপায় সৌন্দর্যের লহর তুলবে বলে..
তুমিতো বৃষ্টিতে ভিঁজতে খুব ভালোবাসো,
আরো ভালোবাসো গ্রীষ্মসুন্দরের ফুল হিজলকে,
যেমনটা ভালোবাসো বর্ষায় ফোটা ফুল কদমকে।
বর্ষার অবিরাম বর্ষনে কদম হেসে কুটিকুটি হয় বলে..
বৃষ্টির মতো হিজল-কদম ফুলরাও
তোমার মন ভালো করে দেয় বলে..
প্রিয়,
আমি আসলে তোমাকে এভাবে চাই না।
আমি তোমাকে চেয়েছি তোমার মতো করে..
পূর্ন মঞ্জরি নিয়ে ফোটা হিজলের মতো করে..
বৃষ্টি ভেঁজা কদমের মতো করে..
কালবৈশাখীর হঠাৎ বৃষ্টি।
তুমি পাগলের মতো নেমে পড়লে,
কিন্তু তোমার আজ বৃষ্টিস্নান হলো না।
তোমাকে আধভেঁজা করেই বৃষ্টি পালালো,
তুমি ছুটলে হিজল বনের পথে..
হিজল বনে তখনো বর্ষা আসেনি
তবুও শূন্য মঞ্জরি নিয়ে হিজল ফুটলো।
তোমাকে বরন করে নিতে..
আফোটা হিজল কলিরা এখনো অক্ষত,
আসন্ন বর্ষার ঝরঝর ধারায়
তোমায় নিয়ে সিক্ত হবে বলে..
শীর্ণ বেণির মতো দুলছে মঞ্জরি
তোমার খোপায় সৌন্দর্যের লহর তুলবে বলে..
তুমিতো বৃষ্টিতে ভিঁজতে খুব ভালোবাসো,
আরো ভালোবাসো গ্রীষ্মসুন্দরের ফুল হিজলকে,
যেমনটা ভালোবাসো বর্ষায় ফোটা ফুল কদমকে।
বর্ষার অবিরাম বর্ষনে কদম হেসে কুটিকুটি হয় বলে..
বৃষ্টির মতো হিজল-কদম ফুলরাও
তোমার মন ভালো করে দেয় বলে..
প্রিয়,
আমি আসলে তোমাকে এভাবে চাই না।
আমি তোমাকে চেয়েছি তোমার মতো করে..
পূর্ন মঞ্জরি নিয়ে ফোটা হিজলের মতো করে..
বৃষ্টি ভেঁজা কদমের মতো করে..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন