^^স্বাগতনামা^^

▒████████▒ ▒▒▒▒▒ >শুস্বাগতম< ▒▒▒▒▒ ▒████████▒

আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অভিনন্দন আপনাকে.....


“বড় বেশি বিষণ্নতায় ছেঁয়ে যাওয়া দিনগুলো আমার ভালো লাগে না
ভালো লাগে না একাকী নিজের সঙ্গে আঁলাপন...

জীবনের এমন নৈঃশব্দ্যে আমি হারাতে চাই না আমাকে.....
তাইতো জীবনকে একটু গতিময় করতেই আমার এই আয়োজন।”

...................................................................................................................................................................................... . . . . . .

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

::::::::::::> মানুষ হিসেবে বড় বিস্ময়!! <:::::::::::::


মানুষ
হিসেবে সবচেয়ে বড় বিস্ময়, আমরা প্রতিনিয়ত অনেক কিছু বুঝেও না বুঝার ভান করে,শুনেও না শুনার ভান করে, দেখেও না দেখার ভান করে, নিজেকে শামুকের মতো করে নিজের আবদ্ধ খোলসের মাঝেই গুটিয়ে রাখি.....


কিন্তু তাই বলে কি আমরা খুব বড় বেশি বাচা বেঁচে যাই...?
যখন আমাদের মনুষত্ব, বিবেক, ভালোবাসা, বেঁচে থাকার স্বপ্ন আশা প্রশাসনের লাঠির নিচে, কারো শত্রুতার ক্ষুব্ধ রোষানলে কিংবা রাজনৈতিক কোন শাষকশ্রেনীর পায়ে দলিত হয়ে গুমরে ওঠে তখন আমাদের কি মৌন সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করার থাকেনা...?
নিজের কাছ থেকে নিজেই পালিয়ে বেঁচে স্বস্থির দীর্ঘশ্বাস ফেলি, কিন্তু একটুও কি ভাবিনা এর শেষ কোথায়...?
আর যখন বলি হই আমি নিজেই কিংবা আমার মতো আমারই চিরচেনা কেউ...???
যে দিকেই তাকাই শুধু দেখি,
আজ বিভিন্ন খোলসে ঢাকা পড়ছে মানবতাবাদ।
মনুষ্যত্ব, পারস্পরিক সম্প্রীতি আর ভালোবাসা!! সে তো কবেই হারিয়ে গেছে..
প্রকৃতির স্নিগ্ধ বাতাসটাও যেন আজ প্রচণ্ড দূষিত কোন খোলসে আবৃত...



আমি আর পারছিনা মা,
আমি এখন অহর্নিশ হন্যে হয়ে খুঁজে বেড়াই তোমার শাড়ীর আঁচল, শুধু একটু শান্তির খোঁজে.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন