^^স্বাগতনামা^^

▒████████▒ ▒▒▒▒▒ >শুস্বাগতম< ▒▒▒▒▒ ▒████████▒

আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অভিনন্দন আপনাকে.....


“বড় বেশি বিষণ্নতায় ছেঁয়ে যাওয়া দিনগুলো আমার ভালো লাগে না
ভালো লাগে না একাকী নিজের সঙ্গে আঁলাপন...

জীবনের এমন নৈঃশব্দ্যে আমি হারাতে চাই না আমাকে.....
তাইতো জীবনকে একটু গতিময় করতেই আমার এই আয়োজন।”

...................................................................................................................................................................................... . . . . . .

বুধবার, ২৭ মার্চ, ২০১৩

<>|||||||||| একটি বলপয়েন্টের আত্মকথা ||||||||||<>



আজকাল বড্ড কুড়ে হয়ে পড়েছি
আমারইবা কী করার আছে বলুন?
প্রায়শ কোনো কাজই থাকেনা আমার
কিন্তু আমি তো এভাবে পড়ে পড়ে ঝিমাতে চাই না!

মাঝে মাঝেই হারানো দিনের কথা খুব মনে পড়ে আমার
ওহ! কী রকম সোনালী দিন ছিল এক একটা!
কতো সম্মান ছিলো আমার!
চারদিকে ছিলো কতো হাক ডাক!

অবশ্য এখনও যে একেবারেই নেই তা না
আছে বৈকি; তবে একটু আধটু
কিন্তু অচিরেই অবশিষ্ট বলে কিছু আর থাকবে না বুঝি
যা দিন কাল পড়েছে! অস্থিত্ব নিয়েই সঙ্কায় আছি

আহা! এক সময় শোভা পেতাম জর্জ উকিলদের ডেস্কে
তারপর শিক্ষক, লেখকদের হাতে
আমাকে দিয়েই রচিত হতো ইতিহাস, সভ্যতা
পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরে উঠতো আমার দক্ষ পদচারনায়

ইদানিং আবার চারিদিকে ডিজিটালের ছোঁয়া
লেখক,পাঠক, ছাত্র- প্রায় সবাই- আমাকে ছেড়ে কিবোর্ড ধরেছে
বাদ যায়নি পাটোয়ারি, পিয়ন এমনকি করণিকও!

যে আমার কালি নাকি শহীদের রক্তের চেয়েও উত্তম!
যে আমায় দিয়েই রচিত হয়েছে
বিদ্রোহী, গীতাঞ্জলী, পথের পাঁচালী, বনলতা সেন!
সে আমাকেই এতো অপমান! হায় আফসোস

আমায় দিয়েই যুগ যুগ ধরে তুলে ধরা হয়েছে
কত কল্প কথা আর সাধারন মানুষের জীবন চিত্র
কিন্তু এখন আমি আর কী বলবো?
কিইবা বলার আছে আমার!

এই যে এখন আমার আত্ম জীবনের
নিদারুন কষ্টময় অভিব্যাক্তিগুলো তুলে ধরা হচ্ছে,
তাও কিন্তু সেই কি-বোর্ডর বোতাম চেপে চেপে!
আমি কেথায় যাই বলুনতো?নাহ্, আমি বুঝে গেছি
আমার পূর্বসূরি দোয়াত, কালি আর চক সেলেটের মতো
আমারও বিদায় ঘন্টা বাজার সময় হয়ে এসেছে
আমিও হয়তো একদিন বিলুপ্ত হয়ে যাবো কালের স্রোতে...





1 টি মন্তব্য: