^^স্বাগতনামা^^

▒████████▒ ▒▒▒▒▒ >শুস্বাগতম< ▒▒▒▒▒ ▒████████▒

আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অভিনন্দন আপনাকে.....


“বড় বেশি বিষণ্নতায় ছেঁয়ে যাওয়া দিনগুলো আমার ভালো লাগে না
ভালো লাগে না একাকী নিজের সঙ্গে আঁলাপন...

জীবনের এমন নৈঃশব্দ্যে আমি হারাতে চাই না আমাকে.....
তাইতো জীবনকে একটু গতিময় করতেই আমার এই আয়োজন।”

...................................................................................................................................................................................... . . . . . .

শনিবার, ৩০ মার্চ, ২০১৩

OO::: পাগলাটে ভালো লাগা :::OO



আমার খুব ভালো লাগে,
গিটারের তার কেটে দিয়ে তোলা সুর!
আমার গাইতে ভালো লাগে,
বেসুরো গলায় গাওয়া গান!
আমার লিখতে ভালো লাগে,
কালিহীন কলম কিংবা নষ্ট কি-বোর্ডে!
আমার পড়তে ভালো লাগে,
সীমাবদ্ধ বইয়ের বাহিরের যত পড়া!
আমার আকঁতে ভালো লাগে,
রংহীন তুলিহীন সব আল্পনা!
আমার খেলতে ভালো লাগে,
আপন মনে লুকোচুরি খেলা!
আমার দেখতে ভালো লাগে,
চোখ বন্ধ করে, অন্ধকারের যত দৃশ্য!
আমার শুনতে ভালো লাগে,
তালগোল পাকানো উদ্ভট সব গল্প!
আমার হাটতে ভালো লাগে,
পথ ভুলে গিয়ে এবড়ো থেবড়ো পথে!
আমার ভাবতে ভালো লাগে,
আমি তুমি তোমরাহীন অন্তসারশুন্য যত ভাবনা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন