"ছোট্ট ছিলাম ভালো ছিলাম মুক্ত পাখির মতো,
মনের মাঝে মেলতো ডানা স্বপ্ন কতো শত..."
কিন্তু আজ ?
শত বস্ততা, শহুরে যান্ত্রিকতা, চারপাশের
শহস্রতম নিচুতা আর দাবড়ে
বেড়ানো স্মৃতির তান্ডবে বড্ড অগোছালো হয়ে
স্রোতের বিপরীতে সাঁতরে চলছি জীবনের
পথ।
কখনো কখনো ব্যস্ত দিনের
কেলাহল কিংবা রাতের নির্ঘুম
একাকী মৌনতা মনে করিয়ে
দেয় আমায়, স্বপ্নের রাজ্যে
কল্পনা মেশানো শৈশব কৈশরের
হারানো সব বর্নীল অতিতের
কথা যা আজও স্মৃতিতে
অম্লান।
ইচ্ছে হয় কল্পলোকের ভেলায়
চড়ে কোন দক্ষ শিল্পীর
ক্যনভাসে আঁকা মেঠো পথটি
ধরে ঘুরে আসি আপন
করে সাজানো সেই সব
দিন গুলোতে যে দিন
গুলো আমি হারায়ে খুজি।
অর্থহীন স্মৃতিচারন করতে করতে মনের
অজান্তেই বুকটা চীরে বেড়িয়ে
আসে দীর্ঘশ্বাস।
যা কখনোই যে জন্য
এ দীর্ঘশ্বাস সেখানে পৌছাবে না।
হয়তো সবার জীবনেই কিছু
কিছু বিশেষ মুহূর্ত আসে
যা কখনোই ভুলে থাকা
যায় না। কিন্তু
সেই মুহূর্তগুলোই অবচেতন মনটাকে বার
বার বহুবার নাড়িয়ে দিয়ে
যায়।
আজকাল সারাক্ষন কি যেন এক
অস্থিরতা তারা করে বেড়ায়
আমায়।
তাই বৃষ্টিতে ভিজে কুকড়ে থাকা
কাকের মত চুপসে গেছি।
ফেলে আসা দিনের পুরনো
সব মরচে পড়া স্মৃতি
দাবড়ে বেড়ায় আমার বর্তমানকে।
মুখ থুবড়ে পড়ার আগেই
তাই আমি আজ পালিয়ে
বাঁচতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন