^^স্বাগতনামা^^

▒████████▒ ▒▒▒▒▒ >শুস্বাগতম< ▒▒▒▒▒ ▒████████▒

আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অভিনন্দন আপনাকে.....


“বড় বেশি বিষণ্নতায় ছেঁয়ে যাওয়া দিনগুলো আমার ভালো লাগে না
ভালো লাগে না একাকী নিজের সঙ্গে আঁলাপন...

জীবনের এমন নৈঃশব্দ্যে আমি হারাতে চাই না আমাকে.....
তাইতো জীবনকে একটু গতিময় করতেই আমার এই আয়োজন।”

...................................................................................................................................................................................... . . . . . .

সোমবার, ২৫ মার্চ, ২০১৩

[[[[[ স্বপ্নের পথ ধরে ]]]]]


স্বপ্ন ভঙ্গের যন্ত্রনা কতটা কষ্টের আমি জানি আর জানে অর্ন্তযামী....

নিয়তিকে দোষ দিয়ে কি লাভ ?
সবইতো আমার নিজের হতে গড়া আবার নিজের হাতেই গলা টিপে হত্যা করা...

আজকাল কখনো কখনো আমি আমার নিজের কাছে নিজেই হেরে যাই.....!!
তাই দৃঢ় সংকল্প আটি আমি আর স্বপ্ন দেখব না, কোন মরীচিকার মতো স্বপ্নের পেছনে ছুটবো না। সব্বাইকে মানা করে দেব মিথ্যে মরীচিকার পেছনে ছুটতে.....

তারপরেও পরক্ষনেই নিজেকে শুধরে নেই আর ভেবে ভেবে বলি, আমি কেন পারবো না ?
হ্যা আমাকে দিয়েই সম্ভব। যে স্বপ্ন ভাঙ্গতে পারে সে স্বপ্ন গড়তেও পারবে। নিজের স্বপ্নগুলো সত্যি করার জন্য আমি সব কিছু করতে পারবো। নিজের একেবারে তীব্র ইচ্ছেটাকেও নষ্ট করে দিয়ে যদি সবচাইতে সুন্দর স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা যায়, আমি পিছপা হবনা।আমি জানি, আমার স্বপ্নগুলো কেবল আমি সত্যি করতে পারবো। আর কেউ না...
তাই সময় কে অসময়ে বিলীন করে হলেও আমি আমার গন্তব্য এঁকে চলবো বিচিত্র এই সম্ভাবনাময় জীবনের পথে স্বপ্ন বাস্তবায়নের লক্ষে......................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন