হয়তো আমরা অনেকেই বাস্তব
জীবনে সবচেয়ে বড় নির্মমতার শিকার।
নিজের এই বিভীষিকাময় জীবনটাকে আর বয়ে বেড়াতে পারছিনা। হেরে যাওয়া জীবনের থেকে পালিয়ে বাচতেই প্রতিটি মুহূর্তে বেছে নিচ্ছি ঘৃনিত অত্মহননের পথ। জীবনের কাছে ও নিজের কাছে পরাজয়ের গ্লানি বয়ে বেড়ানোটা যে কতটা যন্ত্রণার, তা সবাই সবার অপেক্ষা একটু ভালোই জানি !!
তাইতো বুক আচঁরে হতাশায় নিশপিশ করে জানান দিয়ে বলছি, আমি যে আমার জীবনের প্রতিটা পদে পদে পরাজিত।ও আল্লাহ অমি আর পারছিনা এর শেষ কোথায়??
কেউ গালাগাল দিচ্ছি জীবনকে, অভিশাপের নিকৃষ্ট সব বানীতে সত্যিকারে অভিশপ্ত করছি নিজেকে আর সৃষ্টিকর্ত কতৃক সব পাওয়াকে একমুহূর্তের মধ্যেই অস্বীকার করে পাপায়িত করছি জন্ম ও আলো বাতাস নিয়ে বেচে থাকার মতো চরম সত্যকে।
দিনে দিনে অকৃতজ্ঞ করে গড়ে তুলছি নিজেকে।
তারপরেও আমি বলবো প্রতেকের জীবনই আলাদা।
আমরা কত জনইবা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি কিংবা ফুলেল বিছানা মারিয়ে হাটছি জীবনময় ?
তাই জীবনের ব্যর্থতা আর গ্লানির কালো অধ্যায় ভুলে সৌন্দর্য আর বেচেঁ থাকার অর্থ খুজে দেখুন।
সুদিনের পড়ে কখনো দুর্দিন আসলে কিংবা চিরদিনই দুর্দিন থাকলে জীবনের অসহায়ত্বকে প্রত্যক্ষ করে সেই অসহায়ত্বকে বরণ করে নিতে হবে।
কারন এটাই হয়ত আমার কৃতকর্মের ফলে আমার জন্য নির্ধারিত কিংবা এর চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে বলেই এখন এমনটা হচ্ছে ।
আমি সবসময় আশাবাদীদের দলে। যেমন নাকি একটা লোক এভারেষ্ট চুড়া থেকে পরে গিয়েও বলছে "এখনোতো ঠিক সম্পূর্ন ভূপাতিত হইনি অথবা আহত হইনি।"
একটা মানুষ জীবনে অনেক বার হারে অনেক বার আবার জিতে কিন্তু যে নিজের কাছে হেরে যায় সে আর কখনো জয়ী হতে পারে না ।
আসবে পথে আধাঁর নেমে তাই বলে কি রইবো থেমে ?
সুতারং নিজের প্রতি পূর্ন আস্থা ও মহান আল্লার উপর বিশ্বাস রাখলেই সব ঠিক হয়ে যাবে আজ নয় কাল অথবা কখনো কোন একদিন।
নিজের এই বিভীষিকাময় জীবনটাকে আর বয়ে বেড়াতে পারছিনা। হেরে যাওয়া জীবনের থেকে পালিয়ে বাচতেই প্রতিটি মুহূর্তে বেছে নিচ্ছি ঘৃনিত অত্মহননের পথ। জীবনের কাছে ও নিজের কাছে পরাজয়ের গ্লানি বয়ে বেড়ানোটা যে কতটা যন্ত্রণার, তা সবাই সবার অপেক্ষা একটু ভালোই জানি !!
তাইতো বুক আচঁরে হতাশায় নিশপিশ করে জানান দিয়ে বলছি, আমি যে আমার জীবনের প্রতিটা পদে পদে পরাজিত।ও আল্লাহ অমি আর পারছিনা এর শেষ কোথায়??
কেউ গালাগাল দিচ্ছি জীবনকে, অভিশাপের নিকৃষ্ট সব বানীতে সত্যিকারে অভিশপ্ত করছি নিজেকে আর সৃষ্টিকর্ত কতৃক সব পাওয়াকে একমুহূর্তের মধ্যেই অস্বীকার করে পাপায়িত করছি জন্ম ও আলো বাতাস নিয়ে বেচে থাকার মতো চরম সত্যকে।
দিনে দিনে অকৃতজ্ঞ করে গড়ে তুলছি নিজেকে।
তারপরেও আমি বলবো প্রতেকের জীবনই আলাদা।
আমরা কত জনইবা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি কিংবা ফুলেল বিছানা মারিয়ে হাটছি জীবনময় ?
তাই জীবনের ব্যর্থতা আর গ্লানির কালো অধ্যায় ভুলে সৌন্দর্য আর বেচেঁ থাকার অর্থ খুজে দেখুন।
সুদিনের পড়ে কখনো দুর্দিন আসলে কিংবা চিরদিনই দুর্দিন থাকলে জীবনের অসহায়ত্বকে প্রত্যক্ষ করে সেই অসহায়ত্বকে বরণ করে নিতে হবে।
কারন এটাই হয়ত আমার কৃতকর্মের ফলে আমার জন্য নির্ধারিত কিংবা এর চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে বলেই এখন এমনটা হচ্ছে ।
আমি সবসময় আশাবাদীদের দলে। যেমন নাকি একটা লোক এভারেষ্ট চুড়া থেকে পরে গিয়েও বলছে "এখনোতো ঠিক সম্পূর্ন ভূপাতিত হইনি অথবা আহত হইনি।"
একটা মানুষ জীবনে অনেক বার হারে অনেক বার আবার জিতে কিন্তু যে নিজের কাছে হেরে যায় সে আর কখনো জয়ী হতে পারে না ।
আসবে পথে আধাঁর নেমে তাই বলে কি রইবো থেমে ?
সুতারং নিজের প্রতি পূর্ন আস্থা ও মহান আল্লার উপর বিশ্বাস রাখলেই সব ঠিক হয়ে যাবে আজ নয় কাল অথবা কখনো কোন একদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন