^^স্বাগতনামা^^

▒████████▒ ▒▒▒▒▒ >শুস্বাগতম< ▒▒▒▒▒ ▒████████▒

আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অভিনন্দন আপনাকে.....


“বড় বেশি বিষণ্নতায় ছেঁয়ে যাওয়া দিনগুলো আমার ভালো লাগে না
ভালো লাগে না একাকী নিজের সঙ্গে আঁলাপন...

জীবনের এমন নৈঃশব্দ্যে আমি হারাতে চাই না আমাকে.....
তাইতো জীবনকে একটু গতিময় করতেই আমার এই আয়োজন।”

...................................................................................................................................................................................... . . . . . .

সোমবার, ২৫ মার্চ, ২০১৩

:::::: নীল জ্যোৎস্না ::::::

কত রাতের প্রতিক্ষার পর পেলাম নীল জ্যোৎস্নার দেখা
তারই জলে ভিজে ভিজে স্নান করেছি আমি একা,
সেই জ্যোৎস্নার আলো আঁধারির আজব এক খেলা
আচ্ছন্ন করে ঘিরে রেখেছে আমার সারাটি বেলা


উঁচু উঁচু বিল্ডিং, চোখ ধাঁধানো কৃত্রিম আলো আর হরেক-রকম ব্যস্ততার জন্য ঢাকাবাসী নাকি চাঁদ দেখা ভুলে গেছে বিশেষ করে আমাদের এই প্রজন্ম নাকি জোছনা কী, তা- জানে না আশ্চর্য !!

আমি যখন কয়েক জনকে বললাম আজ বহু প্রতিক্ষার নীল জোছনা দেখা যাবে, ছাদে চলেন
কেউ বললো "দে...খা.... উচিত",
কেউ বললো "এসব কবি কবি ভাব আগে মনে জাগতো, যখন নতুন প্রেম করতাম এখন আর ভাল্লাগে না"
আবার কেউ বললো "আজাইরা, আর কোন কাম নাই"
কেউ উপভোগ করুক আর নাইবা করুক আকাশে চাঁদ উঠেছে এবং আগামীতেও উঠবেই.... চুইয়ে চুইয়ে জ্যোৎস্না ঝরবেই

‍‍"আজ জোছনা রাতে সবাই গেছে বনে..."
আজ জোছনা রাতে সবাই বনে না গেলেও সমস্যা নেই জোছনা এসেছে সবার ঘরেই
তারপরেও সবার মাঝে এখনো কিছুটা উচ্ছ্বাস দেখে বেশ ভালো লেগেছে

এমন মন মাতানো মোহময় জোছনা শুধু আনন্দই দেয় না, মনটাও কেমন যেন একটু খারাপ করিয়ে দেয় !
মনের মধ্যে কেমন যেন কষ্টের একটু সুর বাজতে থাকে____
যেন সুখের অসুখ________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন