সময়
বদলায়, সময়ের সাথে বদলে
যায় সবই।
ঘাঁসফুল গুলো সূর্যের আভায় রক্তিম হয়ে ওঠে আবার অপেক্ষার প্রহর শেষে নুয়ে পড়ে রূঢ় মলিনতায়।
কিছু লুকিয়ে রাখা আবেগ উপচানো অব্যক্ত কথামালা যা আজও হয়নি বলা তোমায়, সেই সব কথামালা রক্তিম, বর্নীল হয়ে আছে শুধু তোমারই জন্য...
আকাশের বিশালতায় অসীম দিগন্ত পানে চোখ রাখো খুজে পাবে আমায়...
মনের গহীনে আপন করে সাজানো সুখস্মৃতি গুলো ভেবে দেখো, আনুভবে কাছে পাবে আমায়...
কান পেতে রাখো বয়ে চলা বাতাসের গুঞ্জনে, শুনতে পাবে আমায়। বলে তো দিয়েছি আজই বাতাসের কানে কানে, যা ছিল বলার.....
পৃথিবীর সব সুখ চুঁইয়ে চুঁইয়ে জ্যোৎস্নার মতো করে ঝরে পড়ুক তোমার হৃদয় আঙ্গিনায়...
সময়ের ভাঁটির টানে তাল কেটে যাওয়া জীবন ছন্দ খুজে পেয়ে বাজুক সেই সুখের মূর্ছনায়...
হে বন্ধু প্রিয় তোমাকেই বলছি শোনো....
ঘাঁসফুল গুলো সূর্যের আভায় রক্তিম হয়ে ওঠে আবার অপেক্ষার প্রহর শেষে নুয়ে পড়ে রূঢ় মলিনতায়।
কিছু লুকিয়ে রাখা আবেগ উপচানো অব্যক্ত কথামালা যা আজও হয়নি বলা তোমায়, সেই সব কথামালা রক্তিম, বর্নীল হয়ে আছে শুধু তোমারই জন্য...
আকাশের বিশালতায় অসীম দিগন্ত পানে চোখ রাখো খুজে পাবে আমায়...
মনের গহীনে আপন করে সাজানো সুখস্মৃতি গুলো ভেবে দেখো, আনুভবে কাছে পাবে আমায়...
কান পেতে রাখো বয়ে চলা বাতাসের গুঞ্জনে, শুনতে পাবে আমায়। বলে তো দিয়েছি আজই বাতাসের কানে কানে, যা ছিল বলার.....
পৃথিবীর সব সুখ চুঁইয়ে চুঁইয়ে জ্যোৎস্নার মতো করে ঝরে পড়ুক তোমার হৃদয় আঙ্গিনায়...
সময়ের ভাঁটির টানে তাল কেটে যাওয়া জীবন ছন্দ খুজে পেয়ে বাজুক সেই সুখের মূর্ছনায়...
হে বন্ধু প্রিয় তোমাকেই বলছি শোনো....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন