^^স্বাগতনামা^^

▒████████▒ ▒▒▒▒▒ >শুস্বাগতম< ▒▒▒▒▒ ▒████████▒

আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অভিনন্দন আপনাকে.....


“বড় বেশি বিষণ্নতায় ছেঁয়ে যাওয়া দিনগুলো আমার ভালো লাগে না
ভালো লাগে না একাকী নিজের সঙ্গে আঁলাপন...

জীবনের এমন নৈঃশব্দ্যে আমি হারাতে চাই না আমাকে.....
তাইতো জীবনকে একটু গতিময় করতেই আমার এই আয়োজন।”

...................................................................................................................................................................................... . . . . . .

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩

বর্নীল জীবনের খোজে

আমাদের চারপাশে ছড়ানো ছিটানো কত সব বিচিত্র চরিত্র...
এদের সঙ্গী করেয়েই পারি দিতে হয় বিশাল বিস্তীর্ণ কন্টকময় জীবনের পথ...
পথে চলতে গিয়ে ভালভাবে বাচঁতে গিয়ে খেলতে হয় সর্বনাশা কত রকম খেলা,কখনো কখনো পদে পদে রূপ বদল করে অদ্ভুত কতো সব চরিত্রেই না অভিনয় করতে হয় আমাদের...
এত সব করে কেউ চুড়ান্ত লক্ষ ভেদ করে আপন স্বপ্নটাকে বাস্তবায়ন করে, কেউ বা আবার নিয়তির কাছে পরাজিত হয়ে পথের পাশেই মুখ থুবড়ে পরে...
তারপরেও অধম্য এক নেশার টানে দূর্নিবার গতিতে আমরা সর্বস্য বাজি রেখে জীবনের শেষ না দেখা পর্যন্ত ছুটে চলছি এই জীবনের পথে...
বড় অদ্ভুত জীবনের খেলা,বড় অদ্ভুত ছুটে চলা.....!!
জীবন কোন ছকে বাধা কারো বাধ্য কিছু নয়...
জীবন চলছে জীবনের গতিতে, সঙ্গী করে নিয়ে চলছে আমাদের.....
আজকাল কখনো কখনো এই আমার আমিকে ভেবে মনটা কেমন করে ওঠে মনে হয় এই বিশ বছরের জীবনটাকে যদি কোন ভাবে ছুড়ে ফেলে দেয়া যেত,যদি কোন ভাবে আবার জীবন শুরু করা যেত সেই মায়ের কোল থেকে তাহলে হয়তো প্রতিটি মূহুর্তকে আরো বৈচিত্রময় বর্নীল করে স্বপ্নের মতো থরে থরে সাজিয়ে গড়ে তুলতাম একটি ভালবাসাময় স্বপ্নীল জীবন.....

কখনো কখনো মনে হয় জীবনটা অনেকগুলো ভুল করে তালগোল পাকিয়ে ফেলা একটা সরল সমীকরন...
যে সমীকরনের হিসেব আমার আজও মেলেনি....................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন