আমি খোলা আকাশ দেখিনা,
আকাশের বিশালতা
আমার চোখে ধরেনা বলে।
আমি আকাশের নীলে চোখ রাখিনা,
আকাশের নীলিমায়
আমায় আপন করা দু:খগুলো ভেসে যায় বলে।
আমি জোৎস্না গায়ে মাখিনা,
আকাশের রূপ সৌন্দর্য
আমার মনের সৌন্দর্যকে ম্লান করে দেয় বলে।
আমি বৃষ্টিতে ভিজিনা,
আকাশের কান্না
আমার কান্নাগুলোকেও শুষে নেয় বলে।
আমি শুধু জানালার গ্রীলে মাথা ঠেকিয়ে
শহুরে ইট কাঠের খাচার ফোঁকর গলে
এক চিলতে আকাশকেই দেখি।
যে আকাশের বিশালতা নেই,
যে আকাশের চোখ ধাঁধানো নীল নেই,
যে আকাশের কোন রূপ নেই,
যে আকাশ কাঁদতে ভুলে গেছে..
আকাশের বিশালতা
আমার চোখে ধরেনা বলে।
আমি আকাশের নীলে চোখ রাখিনা,
আকাশের নীলিমায়
আমায় আপন করা দু:খগুলো ভেসে যায় বলে।
আমি জোৎস্না গায়ে মাখিনা,
আকাশের রূপ সৌন্দর্য
আমার মনের সৌন্দর্যকে ম্লান করে দেয় বলে।
আমি বৃষ্টিতে ভিজিনা,
আকাশের কান্না
আমার কান্নাগুলোকেও শুষে নেয় বলে।
আমি শুধু জানালার গ্রীলে মাথা ঠেকিয়ে
শহুরে ইট কাঠের খাচার ফোঁকর গলে
এক চিলতে আকাশকেই দেখি।
যে আকাশের বিশালতা নেই,
যে আকাশের চোখ ধাঁধানো নীল নেই,
যে আকাশের কোন রূপ নেই,
যে আকাশ কাঁদতে ভুলে গেছে..